সুপার ফোরে কবে, কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

মোহাম্মদ নবীর অমন ব্যাটিং ঝড়ের পর কিছু সময়ের জন্য হলেও দুশ্চিন্তায় পড়েছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে কুশাল মেন্ডিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে কেটে গেছে সকল শঙ্কা। জটিল সব অঙ্কের হিসাব-নিকাশ শেষে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
গ্রুপ ‘বি’ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে গেছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্টে নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে ভারত আর রানার্সআপ হয়ে পাকিস্তান।
এই চার দল নিয়ে আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে সুপার ফোর রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেই হিসাবে, প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সুপার রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল সরাসরি ফাইনাল খেলবে।
আগামীকাল দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোর রাউন্ড। একই মাঠে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। পরের দিন ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে।
এর আগে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে কঠিন করে তুলে সুপার ফোরে খেলা। নিজেদের শেষ ম্যাচে অবশ্য আফগানিস্তানকে হারিয়ে আবারও আশা বাঁচিয়ে রাখে সুপার ফোরে খেলার।
তবে সুপার ফোরের সমীকরণ মেলাতে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হতো শ্রীলঙ্কার। সেটিও হয়েছে। গতকাল আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।