হংকংয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

দুদিন আগে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে। এশিয়া কাপে লা-সবুজের প্রতিনিধিদের প্রথম প্রতিপক্ষ হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। সেটি অবশ্য ২০১৪ সালে। বর্তমানে হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। মাঠের খেলায় অবশ্য জিততে হয় পারফর্ম করেই। পরিসংখ্যানকে রাখতে হয় একপাশে। সেটি ভালো করেই জানেন দুই দলের খেলোয়াড়রা।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আসরে এটি আমাদের প্রথম ম্যাচ। মনে হয়েছে আগে বোলিং করাটা ভালো হবে। পরিস্থিতি বুঝতে পারব। আমরা শেষ তিনটি সিরিজে ভালো করেছি। কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন। এখানে নতুন করে শুরু করতে হবে। আমাদের শতভাগ দিয়ে খেলতে হবে।’
হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, ‘আগের ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে) আমরা অনেক ভুল করেছি। আজকের দিনটি নতুন। নতুনভাবে সব শুরু করতে হবে। ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। ভালো রান করতে হবে।’