বেনফিকাতে ফিরছেন মরিনহো

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারার পর বেনফিকা তাদের প্রধান কোচ ব্রুনো লাজকে বরখাস্ত করেছে। এবার নিজেদের ডাগআউটে জোসে মরিনহোকে আনতে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। চুক্তিটি পাকা হলে যেখানে কোচিং ক্যারিয়ারের শুরু সেখানেই আবার ফিরতে চলেছেন মরিনহো।
গত আগস্টে ফেনেরবাচ থেকে বরখাস্ত হন মরিনহো। তিনিও বেনফিকার দায়িত্ব নিতে আগ্রহী। যদিও এখনো চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি। এমনটিই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
৬২ বছর বয়সী মরিনহো ২০০০ সালে বেনফিকা থেকেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু মাত্র ১০ ম্যাচ পরই সেখান থেকে সরে দাঁড়ান তিনি।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে কারাবাগের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় বেনফিকা। এমন হারের পর ক্লাবটি লাজের ওপর আস্থা হারায়। এরপর তারা নতুন কোচ নিয়োগে তৎপর হয়েছে। নতুন ম্যানেজার হিসেবে জোসে মরিনহোকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে বেনফিকা।
মরিনহো ২০০৪ সালে এফসি পোর্তো ছেড়ে চেলসিতে যোগ দেন। এরপর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে দায়িত্ব পালন করেছেন। ২০ বছরেরও বেশি সময় পর আবারও ফিরছেন কোন পর্তুগিজ ক্লাবে।
আজ বুধবার বেনফিকার প্রেসিডেন্ট রুই কস্তা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কোচ হতে হবে এমন একজনকে, যার মধ্যে জয়ের মানসিকতা থাকবে। এমন একজন, যিনি ক্লাবকে আমাদের প্রত্যাশিত স্তরে নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমাদের কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে পারবেন।’
বেনফিকা আশা করছে শনিবারের প্রাইমেইরা লিগে এভিএস-এর বিপক্ষে ম্যাচের আগে তাদের নতুন কোচ নিয়োগ দিতে পারবে। এই বিষয়ে কস্তা বলেন, ‘এখন পর্যন্ত কোনো কোচ নিয়োগ দেওয়া হয়নি, এমনকি ভবিষ্যতের জন্য বেনফিকার কোচ হিসেবে কাউকে নিয়ে আলোচনাও হয়নি। তবে অবশ্যই আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে শনিবারের ম্যাচেই বেনফিকার ডাগ আউটে একজন কোচ থাকেন।’
মরিনহো বেনফিকার দায়িত্ব নিলে, খুব দ্রুতই নিজের সাবেক ক্লাবগুলোর বিপক্ষেই দেখা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে ও ঘরোয়া লিগে। ৩০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতে পারেন মরিনহো। ৫ অক্টোবর ঘরোয়া লিগে তিনি মুখোমুখি হবেন তার আরেক সাবেক ক্লাব পোর্তোর।
এরপর ২০২৬ সালের ২৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কোচ হিসেবে মরিনহো আবারও লড়বেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ক্যারিয়ারের একটা সময় স্প্যানিশ ক্লাবটির ডাগআউটেও দাঁড়িয়েছেন তিনি।
বেনফিকা সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ২০২২-২৩ মৌসুমে। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচন।