রেফারিকে গালি দিয়ে নিষিদ্ধ মরিনিয়ো

ইউরোপা লিগের ফাইনালে রেফারির বিরুদ্ধে বাজে মন্তব্য করে এবং তর্কে জড়িয়ে শাস্তি পেতে যাচ্ছেন রোমার কোচ জোসে মরিনিয়ো, সেটি অবশ্য আগে থেকেই বোঝা যাচ্ছিল। শেষমেশ তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। এই চার ম্যাচ তিনি ডাগ আউটে থাকতে পারবেন না। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল বুধবার (২১ জুন) উয়েফা জানায়, রেফারির উদ্দেশে কটূ মন্তব্য করায় চার ম্যাচ ডাগ আউটে দাঁড়াতে পারবেন না জোসে মরিনিয়ো। ৬০ বছর বয়সী মরিনিয়ো নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী চার ম্যাচে।
এ ছাড়া ক্লাব হিসেবে রোমাকেও শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ। ইতালিয়ার ক্লাবটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে টিকেট বিক্রি করতে পারবে না। পাশাপাশি জরিমানা দিতে হবে ৫৫ হাজার ইউরো।
গত মাসের শেষ সপ্তাহে হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপা লিগ ফাইনালে সেভিয়ার মুখোমুখি হয় রোমা। সেই ম্যাচে সেভিয়ার পেনাল্টি বক্সে এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি কেন পেনাল্টি দেননি, তা নিয়ে রেগে যান মরিনহো। এতে ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর হলুদ কার্ড দেখান মরিনিয়োকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে টেইলরের উদ্দেশে কটূ মন্তব্য করেন মরিনিয়ো। পরে রোমা সমর্থকেরা বিমানবন্দরে টেইলর ও তার পরিবারকে আক্রমণ করেন। এ ঘটনায় ইতালির এক নাগরিককে গ্রেপ্তারও করা হয়। টেইলরের সঙ্গে এমন আচরণের নিন্দা জানায় ইংল্যান্ডের ম্যাচ অফিশিয়ালদের সংগঠন পিজিএমওএল।
সমর্থকদের আচরণের কারণে রোমাকেও শাস্তি পেতে হবে। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে রোমা। প্রতিযোগিতায় প্রথম অ্যাওয়ে ম্যাচে রোমার কোনো সমর্থক টিকেট পাবেন না। এ ছাড়া জরিমানা তো আছেই।