এনসিএল টি-টোয়েন্টি
সাব্বিরের ছক্কার ঝড় থামিয়ে নায়ক মাহফিজুল

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হলো আজ। দেশের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্ট নিয়ে আলোচনার কোনো কমতি ছিল না। আয়োজনও ছিল বেশ গোছাল। কিন্তু বেরসিক বৃষ্টি সেই আয়োজনকে মাটি করে দিল। যদিও ম্যাচের ফলাফল বের হয়েছে কিন্তু ২০ ওভারের খেলার সেই আনন্দ হয়নি।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহীতে এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী বিভাগ আর ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে মাত্র ৫ ওভারে। সেখানে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের স্বাদ পাওয়া গেছে।
আগে ব্যাট করে তিন উইকেটে ৬০ রান করে রাজশাহী। জবাবে ৪.৩ ওভারে তিন উইকেট হারিয়েই ঢাকা মেট্রো লক্ষ্যে পৌঁছে যায়।
টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রান তুলতেই তিন উইকেট হারায় রাজশাহী। হাবিবুর রহমান সোহান ২, সাব্বির হোসেন ফেরেন ৪ রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন রানের খাতা খোলার আগেই।
দলের ব্যর্থতায় দায়িত্ব নেন হার্ডহিটার বলে হিসেবে পরিচিত সাব্বির রহমান। অনেকদিন পরে আবারও তার ব্যাটে চার-ছক্কার ঝলক দেখা গেলে। তাকে সঙ্গ দেন মেহেরব হোসেন। ১৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন সাব্বির। ৩ ছক্কা আর এক চারে সাজানো ছিল তার ইনিংস।
৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন মেহেরব। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ দুটি ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা মেট্রো। নাঈম শেখ ৮ বলে ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৬ ও আবু হায়দার রনি ৪ বলে ৮ রানে আউট হন। বাকিদের যাওয়া-আসার ভীরে একপ্রান্ত আগলে রেখে ঝড় তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। মাত্র ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।
রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম দুটি ও আসাদুজ্জামান পায়েল একটি উইকেট নেন।