নেপালের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যানে নেপালের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। কিন্তু দশরথে যেন সব হিসেব পাল্টে যায়। দেখা যায় অচেনা এক বাংলাদেশের। ভিন্ন গল্প লেখা হলো না এবারও। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ভিন্ন চ্যালেঞ্জ ছিল কোচ হাভিয়ের কাবরেরার দলের সামনে। দলের নিয়মিত বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই চ্যালেঞ্জে পুরোপুরি উৎরে না গেলেও ব্যর্থ হয়নি দল। নেপালের দশরথে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। সেই হিসেবে আজকের ড্র একেবারে খারাপ বলা যায় না।
দলের পোস্টারবয় হামজা চৌধুরী, শমিত সোম, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, শেখ মোরসালিনদের ছাড়া খেলতে নেমে খুব একটা অস্বস্তি দেখা যায়নি বাংলাদেশের মাঝে। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণে মনোযোগ দিয়েছে রাকিব হোসেন-সুমন রেজারা। অভিষিক্ত গোলরক্ষক সুজন হোসেনও দিয়েছেন আস্থার প্রতিদান। অক্ষত রেখেছেন জাল।
ম্যাচের নবম মিনিটেই জালও খুঁজে নিয়েছিল বাংলাদেশ, তবে অফসাইডের ফাঁদে কাটা পড়ে সেটি। জামাল ভূঁইয়ার কর্নারে মাথা ছুঁইয়েছিলেন তপু বর্মন। গোল বাঁচালেও বল আটকে রাখতে পারেননি নেপালের গোলরক্ষক। এরপর বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নিয়েছিলেন সুমন রেজা। কিন্তু, রেফারি বাজান অফসাইডের বাঁশি।
ম্যাচের বাকি সময়ে আরও কয়েকবার নেপালের রক্ষণে ভীতি ছড়ায় বাংলাদেশ। কাজের কাজটি করতে পারেনি কাবরেরার শিষ্যরা। বাংলাদেশের আক্রমণের বিপরীতে নেপালও পাল্টা আক্রমণ করেছে। কয়েকবার বল নিয়ে ঢুকে পড়েছে বক্সে, কিন্তু তারাও জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।