ভিয়েতনামের কাছে হারল বাংলাদেশ

শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যানে ভিয়েতনামের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। তার ওপর আবার ম্যাচ ছিল ভিয়েতনামের মাঠেই। সেই প্রতিকুলতাকে কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। হার দিয়ে মিশন শুরু করল এএফসি এশিয়া কাপ বাছাইয়ের।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের দুই অর্ধে দুটি গোল হজম করেছে কোচ সাইফুল বারী টিটুর দল।
ভিয়েতনামের বিপক্ষে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। স্বাগতিকরা মুহুর্মুহু আক্রমণ শাণে বাংলাদেশের রক্ষণে। বিশেষ করে ডানপাশের রক্ষণে রিমন হোসনকে বেশ কঠিন সময় পার করতে হয়েছে। ভিয়েতনামের গতির সঙ্গে পেরে উঠছিলেন না তিনি। ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের বাকি সময়ে আর গোল হজম না করলেও ম্যাচের একেবারে শেষদিকে গিয়ে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ৮৩ মিনিটে ব্যবধান ২-০ করে ভিয়েতনাম।
এ ম্যাচ হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। এখন বাকি দুই ম্যাচে ভালো করতে পারলে সুযোগ থাকবে সেরা চার গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ালিফাই করার।