রোহিতরা পরীক্ষা দিলেন বেঙ্গালুরুতে, কোহলি লন্ডনে

এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দল ফিটনেস টেস্টে ব্যস্ত। জাতীয় দলের খেলোয়াড়রা যেখানে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে এসে ফিটনেস টেস্ট দিয়েছেন, সেখানে ব্যতিক্রম দেখা গেছে বিরাট কোহলিকে নিয়ে। তিনি লন্ডনে থেকেই নিজের ফিটনেস পরীক্ষা দিয়েছেন। আর এতেই শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জগরণের প্রতিবেদন অনুযায়ী, কোহলি এখন পরিবারের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন। সেখান থেকেই বিসিসিআইয়ের অনুমতি নিয়ে ফিটনেস টেস্ট দেন তিনি। কোহলি লন্ডনে থেকে ফিটনেস টেস্ট দেওয়ার পর আর সেই রিপোর্ট বোর্ডকে পাঠানো হয়েছে বিসিসিআইয়ের ফিজিওর মাধ্যমে। যদিও অন্য খেলোয়াড়দের দেশে রিপোর্ট করতে হয়েছে। তাই প্রশ্ন উঠছে, এই ব্যতিক্রম কি সবার জন্য প্রযোজ্য হবে, নাকি কেবল তারকাদের জন্যই?
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি এখন কেবল ওয়ানডে সংস্করণে খেলছেন। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ খেলতে পারেন তিনি।
বিসিসিআই সরাসরি কিছু না বললেও বোর্ডের এক কর্মকর্তা জানান, কোহলি অবশ্যই আগে থেকে অনুমতি নিয়েই টেস্ট দিয়েছেন। তবে বোর্ড সাধারণত খুব কম ক্ষেত্রেই এমন ছাড় দেয়। এখন অনেকেই বলছেন, ভবিষ্যতে যদি অন্য কেউ বিদেশে থাকেন বা চিকিৎসার কারণে দেশে ফিরতে না পারেন, তাহলে তারাও এই সুবিধা পাবেন কি-না।
ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, সঞ্জু স্যামসনসহ আরও অনেকে। বেশিরভাগ খেলোয়াড়ই ফিটনেসের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন। কেউ কেউ আবার কন্ডিশনিং বা বিশ্রামে থাকার কারণে আংশিক পরীক্ষা দিয়েছেন।
সেপ্টেম্বরে দ্বিতীয় ধাপের ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে। সেখানে দেখা যাবে কেএল রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা ও নীতিশ রেড্ডির মতো ইনজুরিপ্রবণ বা পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের।
বিসিসিআই এখন ফিটনেস নিয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোর। কারণ, সিরিজ শুরুর আগেই খেলোয়াড়দের ফিটনেস যাচাই করতে চায় তারা—যাতে শেষ মুহূর্তে কেউ ছিটকে না যান।