এসএ২০’র নিলামে ১৪ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর নিলাম অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সেখানে ৮৪টি স্লটের জন্য নিলামে উঠানো হবে ৫৪১ জন ক্রিকেটারর নাম। বাংলাদেশ থেকে এই নিলামে আছে ১৪ জনের নাম। শুরুতে ২৩ ক্রিকেটার নাম থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ১০ জন।
১৪ জন বাংলাদেশি খেলোয়াড়েরা হলেন— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে বসবে নিলাম। নিলামে নাম থাকা ৫৪১ ক্রিকেটারের মাঝে ২৪১ জন বিদেশি। তাদের মধ্য থেকে দল পাবেন ২৫ জন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মধ্যে নিলামে উঠবেন ৩০০ জন, যেখান থেকে দল পাবেন ৫৯ জন
ছয়টি দলের প্রতিটির স্কোয়াড হবে ১৯ জনের। সেখানে ন্যূনতম দুজন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় থাকতে হবে।
সবচেয়ে বেশি পুঁজি নিয়ে নিলামে অংশ নিচ্ছে প্রিটোরিয়া ক্যাপিটালস–৩২.৫ মিলিয়ন র্যান্ড (প্রায় ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার)। তাদের স্লট ফাঁকা আছে ১৩টি, বিদেশি খেলোয়াড় নিতে পারবে ৫ জন।
সবচেয়ে কম পুঁজি নিয়ে নিলামে অংশ নিচ্ছে এমআই কেপ টাউন- মাত্র ১১.৫ মিলিয়ন র্যান্ড (প্রায় ০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার)। তাদের স্লট ফাঁকা রয়েছে ১২টি, বিদেশি খেলোযাড় নিতে পারবে ৪ জন। দক্ষিণ আফ্রিকা এই জনপ্রিয় লিগটি মাঠে গড়াবে এ বছরের ২৬ ডিসেম্বর।