নেইমারের অপেক্ষা বাড়িয়ে ব্রাজিল দল ঘোষণা
চোট যেনো নেইমার জুনিয়রের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সময় যত গড়াচ্ছে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নটা ততটাই ফিকে হয়ে আসছে তার। চোটকে পেছনে ফেলে ২২ মাস পর জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিল এই সাবেক বার্সেলোনা তারকার। কিন্তু দল ঘোষণার আগে চোটে পড়ে আরও একবার ছিটকে গেলেন তিনি। ৩৩ বছর বয়সী এই তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল বেছে নিয়েছেন আনচেলত্তি। যদিও ২০২৬ ফিফা বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।
নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সে ম্যাচে বাঁ হাঁটুর এসিএলে চোট পান তিনি। এরপর দীর্ঘ ২২ মাস জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। এবার একটা সম্ভাবনা তৈরি হলেও, জাতীয় দল ঘোষণার আগমুহূর্তে সান্তোসের হয়ে খেলতে নেমে উরুর চোটে পড়েন নেইমার।
এছাড়া মাদ্রিদের কোন খেলোয়াড়ের জায়গা হয়নি আনচেলত্তির স্কোয়াডে। ভিনিসিয়াস, রদ্রিগো ও এন্দ্রিককে রাখা হয়নি দলে। এ বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়াস জুনিয়র। এরপর বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়েছে।
এবারের দলে অভিজ্ঞ আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। জায়গা পেয়েছেন চেলসির তরুণ তারকা এস্তেভাও ও হোয়াও পেদ্রো। লুকাস পাকেতাকে প্রথমবারের মতো নিজের স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি।
চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচকে ঘিরে ব্রাজিল জাতীয় দলের অনুশীলন শুরু হবে ১ সেপ্টেম্বর। তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে অনুশীলন করবে আনচেলত্তির শিষ্যরা। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর তারা বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে এল আল্টোতে।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসের), হুগো সাউজা (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিংটন (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), হোয়াও পেদ্রো (চেলসি), কাইও হোর্হে (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।