আবারও অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে হারল নারী দল

বিশ্বকাপের প্রস্তুতি সারতে দুই গ্রুপে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৫ দলের ছেলেদের সঙ্গে ম্যাচ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচে জ্যোতির লাল দল বড় ব্যবধানে হেরেছিল অনূর্ধ্ব-১৫ ছেলেদের সঙ্গে। আজ নাহিদা আক্তারের সবুজ দলও পারল না ছেলেদের সঙ্গে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪১ রানে হেরেছে তারা। টানা দ্বিতীয় জয় পেয়েছে অনূর্ধ্ব-১৫ ছেলেরা।
আজ শুক্রবার (২২ আগস্ট) বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ১১ ওভার। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানের পুঁজি দাঁড় করায় অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা। জবাব দিতে নেমে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে সবুজ নারী দল। আলোক স্বল্পতার কারণে ৯ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করে দেন আম্পায়ার। ডিএলএস মেথডে ৪১ রানের জয় পায় ছেলেরা।
রান তাড়ায় নেমে শুরতেই অনূর্ধ্ব-১৫ ছেলেদের বোলিং তোপে পরে বাংলাদেশ সবুজ নারী দল। টেস্ট সুলভ ব্যাটিংয়ে ২৩ বলে মোটে ৬ রান করেন ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার শারমিন আক্তার সুপ্তা খেলেন ১৫ বলে ১ রানের ইনিংস।
এরপর অবশ্য ভালো লড়াই করেছেন রুবাইয়া হায়দার ঝিলিক আর সুবহানা মোস্তারি। তবে লড়াই যা করার তারাই করেছিলেন। এরপরের ব্যাটাররাও কোনো দায়ত্বি নিতে পারেননি। ৫৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন ঝিলিক। মোস্তারির ব্যাট থেকে ৫৬ বলে ৩৫ রান।
এরপরের ব্যাটসম্যানরা আবারও আসা-যাওয়ার মিছিলে যোগ দেয়। ৩০ ওভারে আলোক স্বল্পতার জন্য খেলা বন্ধ করে দেন আম্পায়ার। তার আগ পর্যন্ত ১৩৫ রান তুলতে পেরেছিল বাংলাদেশ সবুজ নারী দল।
এর আগে ব্যাট করতে নেমে এদিনও ভালো শুরু পেয়েছিল অনূর্ধ্ব-১৫ ছেলেরা। ওপেনার ইরফান খেলেন ৬৮ বলে ৪৮ রানের ইনিংস। আরেক ওপেনার খেয়াল রায় ওম ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। ৯৯ বলে ৮২ রান করে সুলতানা খাতুনের বলে আউট হন তিনি।
এদিনও ২১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বায়েজীদ বোস্তামি। এতেই বড় পুঁজি পায় অনূর্ধ্ব-১৫ ছেলেরা।