রোনালদো কি ‘ককটেল রিং’ দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন?

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের করছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে সম্প্রতি তিনি বিয়ের প্রস্তাবটা দিয়েছেন এটি হীরার আংটি উপহার দিয়ে। জর্জিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটির ছবি পোস্ট করে লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং অন্য সব জীবনে।’ রোনালদোর দেওয়া এই আংটিকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা রকম আলোচনা। এবার এক অংটি বিশেষজ্ঞ তো সরাসরিই বললেন আংটিটি বগদানের আংটির শর্ত পূরণ করে না।
স্প্যানিশ গহনা বিশেষজ্ঞ জুয়ানা গার্সিয়া সানচেজ দাবি করেছেন যে রোনালদো যেই আংটি দিয়ে প্রস্তাব দিয়েছেন, তা আসলে একটি ‘ককটেল রিং’, যা ‘প্রতিদিনের ব্যবহারের জন্য ভালোবাসার প্রতিশ্রুতি বা বন্ধনের প্রতীক নয়।’
আংটির বিষয়ে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেল্লো স্পোর্ত’কে সানচেজ বলেন, ‘এটি একটি বাগদানের আংটির শর্ত পূরণ করে না। কারণ এটি অনেক বড় ও ভারী। প্রায় ৪০ ক্যারাট ওজনের এই পাথর আংটির চেয়ে হার বা নেকলেসের জন্য বেশি উপযুক্ত। এটি পরতে অস্বস্তিকর এবং আঙুলের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত করে।কেবল সেটিংটাই নিখুঁত, কিন্তু বাকি সব দিক থেকে এটি ত্রুটিপূর্ণ।’
সানচেজ আরও যোগ করেন, ‘এই ধরনের আংটি বড় এবং চকচকে হয়ে থাকে — এগুলো বিশেষ অনুষ্ঠান বা উদযাপনের জন্য তৈরি, প্রতিদিন পরার জন্য নয়। একটি বাগদানের আংটি সাধারণত হলুদ বা সাদা সোনার হওয়া উচিত। একই সঙ্গে এটি আরামদায়ক হওয়া দরকার এবং আঙুলের স্বাভাবিক চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, কারণ এই আংটি প্রতিদিন পরার কথা, যা ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। মূলত, এই আংটিটি গালা বা ককটেল রিং হিসেবে বেশি মানানসই, বিশেষ দিনে নজর কাড়ার জন্য তৈরি, কিন্তু প্রতিদিনের ভালোবাসার প্রতিশ্রুতি প্রকাশের জন্য নয়।’
রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন। জর্জিনা আংটির ছবি প্রকাশ করার পর তাদের বিয়ে নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। যদিও তাদের বিয়ের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে বিশেষ কিছু খবর দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, শুধু আংটিই নয়, জর্জিনাকে আরও অনেক উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। যার মধ্যে আছে- পোরশে গাড়ি, দুটি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) এবং দুইজন বিখ্যাত ডিজাইনারের দুটি পোশাক (যার মূল্য ৩০ হাজার ইউরোর বেশি)।’
পর্তুগিজ তারকার বিয়ের নির্দিষ্ট তারিখ না জানা গেলেও একটা বিষয় নিশ্চিত করেছেন গুজমান। চলতি বছরে বিয়ে হচ্ছে না তাদের। বিয়ে হতে পারে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। তখন তার বয়স হবে ৪১ বছর। বিয়ের মাধ্যমে ফুটবল থেকে স্মরণীয় বিদায় নিতে চান তিনি। অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।
রোনালদো আপাতত সৌদি সুপার কাপ ফাইনালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন। সেখানে ফাইনালে তার দল আল-নাসরের মুখোমুখি হবে আল-আহলি।