ছেলেদের বিপক্ষে নারী দলের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

আগামী মাসে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে বসবে বৈশ্বিক লড়াইয়ের এই আসর। যেখানে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে নামার আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নিতে ছেলেদের সঙ্গে ম্যাচ খেলবে জ্যোতি-রাবেয়া-মারুফারা। সেই সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়টি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিবি। যেখানে অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের সঙ্গে চারটি ম্যাচ খেলবে নারী দল। আর দুটি ম্যাচ খেলবে নিজেদের মধ্যে। সবগুলো ম্যাচই হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। নিজেদের ইউটিউব চ্যানেলে খেলাগুলো সরাসরি দেখাবে বিসিবি।
গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ের পরে আর মাঠে নামা হয়নি জ্যোতি-রিতুদের। শিরোপার লড়াইয়ে নামার আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচও। তাই প্রস্তুতি সারতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের চেষ্টা করেও নানা কারণে পারা যায়নি।
এর আগে বিশ্বকাপের প্রস্তুতি সারতে সিলেটে একমাসের ক্যাম্প করেছে নারী দল। এরপর কয়েক দিনের বিরতি শেষে এখন ক্যাম্প চলছে বিকেএসপিতে। যদিও এই সিরিজ দিয়ে কতটা ম্যাচ ঘাটতি পূরণ হবে, সেই প্রশ্ন থেকেই যায়। কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই বিসিবির কাছে।
১৮ আগস্ট লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে প্রথম ম্যাচ খেলবে জ্যোতিরা। এরপর টানা চারটি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৫ ছেলেদের সঙ্গে। এই ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২, ২৪ ও ২৬ আগস্ট। ২৮ আগস্ট আবারও লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলবে নারী দল। ৫০ ওভারের এই ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়।
এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। বাকিদের সঙ্গে ম্যাচগুলোতে লঙ্কানরাও হোম অ্যাডভান্টেজ নিয়েছে। ভারতের সঙ্গে ম্যাচটি ছাড়া লঙ্কানদের বাকি ম্যাচগুলোও হবে শ্রীলঙ্কাতে। আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে বাংলাদেশ।