ইউরোজয়ী ইতালিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াল অ্যাতলেতিকো

লা লিগার অন্যতম শক্তিশালী দল অ্যাতলেতিকো মাদ্রিদ। গত মৌসুমে লীগে তৃতীয় হয় ক্লাবটি। শুধু লিগেই না, গত মৌসুমে ইউরোপিয়ান ফুটবল কিংবা বিশ্ব ফুটবলে শক্তির বিচারে এগিয়ে থেকেও হোঁচট খেয়েছে স্প্যানিশ ক্লাবটি। এবার তাই শক্তিশালী স্কোয়াড গঠনে মনোযোগী কোচ ডিয়াগো সিমিওনে। আক্রমণের শক্তি বাড়াতে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি থেকে তারা দলে ভিড়িয়েছে ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে। গ্রীষ্মকালীন দলবদলে এর আগেও ছয়জনকে দলে ভিড়িয়েছে তারা।
গতকাল সোমবার (১১ আগস্ট) অ্যাতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে রাসপাদোরিকে দলে ভিড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী রাসপাদোরির জন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার দলটিকে।
২৪ বছর বয়সী রাসপাদোরি গত মৌসুমে নাপোলির হয়ে ‘সিরি আ’তে ২৬ ম্যাচে ৬ গোল করেন। নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ইতালিয়ান ফরোয়ার্ড। ২০২২ সালে সাস্সুয়োলো থেকে নাপোলিতে যোগ দেন তিনি। এরপর তাদের হয়ে দুইবার জিতেছেন সিরি আ। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি।
ইউরো ২০২০ জয়ী ইতালি জাতীয় দলের সদস্যও ছিলেন রাসপাদোরি। দেশের জার্সিতে ৪০ ম্যাচ খেলে করেছেন ৯ গোল।
গত মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগায় তৃতীয়, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বাদ, কোপা দেল রে-তে সেমিফাইনালে বিদায় এবং ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। যেকারণে হয়ত ২০২৫-২৬ মৌসুম শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমে পুরোনো হতাশাকে পেছনে ফেলতে চান কোচ ডিয়েগো সিমেওনে।