১৪ মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার (৯ আগস্ট) নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম সরাসরি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বাকি স্টেডিয়ামগুলো ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন তিনি।
নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়েছে। ধাপে ধাপে বাকি উপজেলাগুলোর কাজও সম্পন্ন হবে।’
ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪টি উপজেলায় একযোগে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হলো।’
নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘মাঠগুলো নিয়মিত ব্যবহৃত হলে উপজেলা পর্যায় থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব।’
প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে (জুলাই ২০১৬—জুন ২০১৯) প্রায় সাত শত ৪১ কোটি টাকা টাকা ব্যয়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে (জুলাই ২০২১—জুন ২০২৫) প্রায় এক হাজার ছয়’শ ২৯ কোটি টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় কাজ চলমান রয়েছে।
এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ের একটি সংশোধিত প্রস্তাব (১ম সংশোধিত ডিপিপি) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে, যার আওতায় প্রায় দুই হাজার আট’শ পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে ২০২৭ সালের জুনের মধ্যে ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া, তৃতীয় পর্যায়ের প্রস্তুতিও চলছে। এই পর্যায়ে ১২০টি উপজেলায় প্রায় সাত শত উনপঞ্চাশ কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের কাজ জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়নের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।