ব্যালন ডি’অরের সমালোচনা করে যা বললেন রোনালদো

ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, একজন ব্যালন ডি’অর জিতেছেন ৮ বার এবং অন্যজন ৫ বার। ‘ব্যালন ডি’অর ২০২৫’ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে দুই দিন আগে। যেখানে নেই ফুটবলের এই দুই মহাতারকার নাম। গতবার ব্যক্তিগত এই পুরস্কারটি দেওয়ার পর আয়োজকদের নিয়ে সমালোচনা করেছিলেন পর্তুগিজ তারকা রোনালদো। এবার পুরস্কারটি কে পেতে পারেন এমন প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার (৮ আগস্ট) তিনি এটিকে ‘মনগড়া’ বললেন।
গতকাল পর্তুগালে একটি প্রীতি ম্যাচে রিও আভের সঙ্গে মুখোমুখি হয় সৌদি ক্লাব আল নাসের। রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগিজ ক্লাবটিকে ৪-০ গোলে হারায় আল নাসের। ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ রোনালদোকে প্রশ্ন করা হয়, ‘এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে? রোনালদো এর উত্তরটা দেন মাত্র ২ শব্দে, কিন্তু সমালোচনাটা স্পষ্ট। তিনি বলেন, ‘এটা মনগড়া’।
এবারই যে প্রথম তিনি এই পুরস্কার নিয়ে সমালোচনা করলেন এমন নয়। এর আগে গত বছর ভিনিসিয়স ফেভারিট হওয়ার পরও যখন রদ্রি ব্যালন ডি’অর জিতেছিল তখন তিনি বলেন, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং খারাপ লেগেছে।
‘বেন স্পোর্টসের’ একটি প্রতিবেদনে বলা হয়েছে রোনালদোর দৃষ্টিতে চ্যাম্পিয়নস লিগে ভালো খেলে শিরোপা জিতেছেন এমন কারো প্রাপ্য এই পুরস্কারটি।
ক্লাব বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর নিয়ে তিনি বলেন, আমি আর ব্যক্তিগত পুরস্কারে বিশ্বাস করি না, কারণ আমি জানি পর্দার আড়ালে কী ঘটে।
গত ২২ বছরের মধ্যে দ্বিতীয়বার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও রোনলদো কারো নাম নেই। আল নাসেরের এই তারকা এই পুরস্কারের জন্য প্রথমবার মনোনীত হন ২০০৪ সালে। ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে জিতেছেন ব্যালন ডি’অর।
সর্বশেষ ২০২৪-২৫ আল নাসেরের জার্সি গায়ে ৩৫ গোল করেছেন। পর্তুগালের হয়ে ৮ গোল করার পাশাপাশি জিতেছেন নেশনস লিগের শিরোপা।