টটেনহামকে বিদায় জানালেন সন

টটেনহাম হটস্পারের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলারের কাঁধে ছিল ক্লাবের নেতৃত্বভার। স্পারদের জার্সিতে নিজেকে উজাড় করে দিয়েছেন সনও। উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে গেল মৌসুমেই জিতেছেন ইউরোপা লিগ।
সনকে নিয়ে যখন নতুন মৌসুমের ছক কষছিল ভক্তরা, তখন ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন স্পার অধিনায়ক। সেখানে আজ শনিবার (২ আগস্ট) নিজের বিদায়ের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে সন বলেন, ‘আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাকে সহায়তা করেছে। আমার ক্যারিয়ারে নেওয়া অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল এটি। কী অসাধারণ সব স্মৃতি এখানে। আমি সব স্পার সমর্থকদের ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমি আমা করি এটাই বিদায় বলার সঠিক সময়।’
ক্লাব ছেড়ে কোথায় যাবেন, সেটি খোলাসা করেননি সন। মেজর লিগ সকার কিংবা সৌদি প্রো লিগে যেতে পারেন তিনি, এমনটিই ধারণা করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, তা না জানালেও কেন ছাড়ছেন সেটি জানান সন।
সন বলেন, ‘নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আমার নতুন পরিবেশ দরকার। আমার একটু পরিবর্তন দরকার। ১০ বছর লম্বা সময়। আমি উত্তর লন্ডনে এসেছিলাম বাচ্চা হিসেবে, ২৩ বছর বয়সে। এখন ছাড়ছি এখন পরিণত মানুষ হিসেবে, ভীষণ গর্বিত হয়ে।’
টটেনহামের জার্সিতে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল ও ১০১টি অ্যাসিস্ট করেছেন সন। ক্লাবকে নিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাতে শিরোপা জিততে না পারলেও গত মৌসুমে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন করেছেন ক্লাবকে। নিজেকে পরিণত করেছেন স্পারদের কিংবদন্তি হিসেবে।