এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে বাফুফের চমক

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। সেখানে অংশ নেবে বাংলাদেশও। বাছাইয়ের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। সেজন্য অনুর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের নিয়ে ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ শুক্রবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে ক্যাম্প। ক্যাম্পের জন্য ১৯ জন ফুটবলারের আংশিক দল চূড়ান্ত করেছে বাফুফে। শুরুতে ফর্টিজে ক্যাম্পের পরিকল্পনা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। আজ সন্ধ্যায় গুলশানের এক হোটেলে সহকারী কোচ হাসান আল মামুনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে এই ১৯ ফুটবলারকে।
কিছুদিন আগে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের ব্যবস্থা করেছিল বাফুফে। সেখানে ৪০ জন ফুটবলার অংশ নিয়েছিলেন। নিজেদের পারফরম্যান্স দিয়ে নজরও কেড়েছিলেন বেশ কয়েকজন ফুটবলার। সমর্থকদের ধারণা ছিল ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের মধ্য থেকে কয়েকজন সুযোগ পাবেন অনুর্ধ্ব-২৩ দলে। যে কারণে বাফুফের এই দল নিয়ে বেশ আলোচনা ছিল।
তবে, সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। বাফুফের ঘোষিত ১৯ জনের এই আংশিক দলে নাম দেখা গেছে ট্রায়ালে অংশ নেওয়া মাত্র একজন প্রবাসী ফুটবলারের। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অনুর্ধ্ব-২৩ দলের আংশিক ১৯ জনের তালিকা দিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের নাম দেখা গেছে।
অনুর্ধ্ব-২৩ দলের ক্যাম্পটি আংশিক। কারণ এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। এই দল দুটি থেকেও কিছু ফুটবলার ডাক পাবেন ক্যাম্পে। ক্লাবের ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেবেন তারা।
এছাড়া আলোচনা ছিলেন ফাহমিদুল, কিউবা মিচেলরা। কিন্তু এই তালিকায় তাদের নামও দেখা যায়নি। বসুন্ধরা কিংসে নাম লেখানো কিউবা মিচেলকে হয়তো ডাকা হতে পরে। থাকতে পারেন ফাহমিদুল।
এএফসি অনুর্ধ্ব-২৩ বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। সি গ্রুপের সবগুলো ম্যাচ হবে ভিয়েতনামে। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে অনুর্ধ্ব-২৩ মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
অনুর্ধ্ব-২৩ দল আংশিক দল
গোলরক্ষক : সাকিব আল হাসান, মো. ইমন, মো. আসিফ।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, কামাকাই মারমা, জাহিদ শান্ত, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, মিঠু চৌধুরী (শুধু ঢাকা ক্যাম্প)।
মিডফিল্ডার : সাজেদ নিঝুম, আশরাফুল হক আসিফ, মইন।
ফরোয়ার্ড : পিয়াস আহমদ নোভা, রাব্বি হোসেন রাহুল, আরমান আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম ও মুর্শেদ আলী (শুধু ঢাকা ক্যাম্প)।