দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ খেলবে ব্রাজিল?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। ভিন্ন আঙ্গিকে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ। তবে, বিশ্বকাপ শুরুর আগেই বির্তক শুরু হয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকে নিয়ে। দেশটির প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি এবার বড় ধাক্কা হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য।
পৃথিবীর যে প্রান্তে খেলা হোক, ব্রাজিলের গ্যালারি কখনও ফাঁকা থাকে না। ফুটবলপাগল ব্রাজিলিয়ানরা নিজ দেশকে সমর্থন দিতে ছুটে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু ২০২৬ বিশ্বকাপে হয়তো সেই সুযোগ পাবেন না তারা। দর্শকবিহীন মাঠে খেলতে হতে পারে নেইমার-ভিনিসিয়াসদের।
সিএনএন এর বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, ব্রাজিলের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ব্রাজিলের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে ট্রাম্প প্রশাসন। যেটা বিশ্বকাপ চলাকালীনও কার্যকর থাকতে পারে।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন ব্রাজিলের আন্তর্জাতিক বিশ্লেষক লৌরিভাল সান্ত’আন্না দাবি করেছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ব্রাজিলীয় সিনেটররা ইতোমধ্যে কঠোর ভিসা নীতির মধ্যে পড়েছেন। মাত্র নির্দিষ্ট কয়েক দিনের জন্য তাদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে।
এমন অবস্থায় আগামী বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের মাঠে বসে নিজ দলকে সমর্থন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেইমার-ভিনিসিয়াসদের খেলা দেখতে হয়তো ব্রাজিলিয়ানদের জন্য টেলিভিশন স্ক্রিনই একমাত্র ভরসা হতে পারে।
এর আগে একই শঙ্কার মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। নিরাপত্তা ঝুঁকির কথা বলে ইরানের নাগরিকদের ওপর গত মাসে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ফলে এশিয়া থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইরানের নাগরিকদেরও মাঠে বসে বিশ্বকাপে নিজ দেশকে সমর্থন জানানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে, বিশ্বকাপ নিশ্চিত করা দেশগুলোকে এমন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া উদ্বেগ তৈরি করেছে ফুটবলাঙ্গনে।