এখনই মাদ্রিদ ছাড়ছেন না ভিনি

ভিনিসিয়াস জুনিয়রকে সময়ের অন্যতম সেরা ফুটবলার বললে বাড়িয়ে বলা হবে না। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকাকে পেতে ইতোমধ্যে যোগাযোগ করেছে অনেক ক্লাব। ভিনি পেয়েছেন বড় বড় প্রস্তাবও। সেসব উপেক্ষা করে রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভিনি।
তবু বাতাসে ভাসছে, ক্লাব ছাড়বেন ভিনিসিয়াস। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো অবশ্য আজ মঙ্গলবার (২৯ জুলাই) জানিয়েছেন, এই গ্রীষ্মে অন্তত মাদ্রিদ ছাড়ছেন না ভিনি। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের বরাতে এই কথা জানান রোমানো।
২০২৪ সালের আগস্টে ভিনিসিয়াসের জন্য মাদ্রিদের কাছে প্রস্তাব দিয়েছিল কয়েকটি সৌদি ক্লাব। কিন্তু এর আগেই ভিনির সঙ্গে চুক্তি নবায়ন করে স্প্যানিশ ক্লাবটি। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকার কথা ভিনির। থাকার কথা, কারণ সবসময় বড় প্রস্তাব ফিরিয়ে দেওয়া মুশকিল।
চলতি বছরের জানুয়ারিতে যেমন ভিনিকে পেতে প্রস্তুতি নিয়েছিল একাধিক সৌদি ক্লাব। শেষ পর্যন্ত ফিফার বর্ষসেরা এই ফুটবলার স্পেনে থাকাকেই বেছে নিয়েছেন।