জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিনাত

সপ্তম জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন জিনাত ফেরদৌস। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েই ফাইনাল নিশ্চিত করেছেন। আজ (২৯ জুলাই) ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে আয়েশা খাতুনকে হারিয়েছেন তিনি।
৫২ কেজি ওজন শ্রেনীতে মোট প্রতিযোগী ছিল ৬ জন। যে কারণে ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পান জিনাত। আর প্রথমবার অংশ নিয়ে সেমিফাইনালের লড়াইটাও খুব সহজভাবেই পার করলেন এই প্রবাসী বক্সার। নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন তিনি।
বাংলাদেশের অভ্যন্তরীণ টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিলেও এর আগে আন্তর্জাতিক আসরে অভিষেক হয়ে গেছে জিনাতের। ২০২৪ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এলিট ৪৮ থেকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেন তিনি। এছাড়া পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়েও নিজের ইভেন্টে সেরা হন এবং পোল্যান্ডে আরেকটি আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ জিতেছেন। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে অংশ তিনি।