কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যামে’ মেসি–রোকুজ্জো

ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে লিওনেল মেসি মাঠে ছিলেন না। তবে মেসিকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবার দেখা গেল ভিন্নভাবে। ফুটবল খেলতে নয়, এবার তাকে দেখা গেছে কোল্ড প্লের কনসার্টে। রোববার (২৭ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরিবারের সঙ্গে কোল্ডপ্লের কনসার্ট উপভোগ করতে যান এই আর্জেন্টাইন তারকা।
কনসার্টের মাঝে হঠাৎই কিস ক্যামে (গোলাকার একটি স্ক্রিন, যেখানে দর্শকদের মধ্যে বিশেষ কোন মুহূর্ত বা বিশেষ কেউ উপস্থিত থাকলে দেখানো হয়) ধরা পড়েন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। স্ক্রিনে সাদা হাওয়াই শার্ট, কালো প্যান্ট ও স্নিকারসে দেখা যায় মেসিকে আর রোকুজ্জো কালো স্লিভলেস টপের সঙ্গে ব্যাগি প্যান্ট পড়েছিলেন।
স্টেডিয়ামের কিস ক্যামে মেসি ও রোকুজ্জোকে দেখানোর সময় তারা একটু লাজুকভাবে হেসে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন। তাদের দেখেই গ্যালারিতে একসঙ্গে ধ্বনিত হতে থাকে ‘মেসি! মেসি!’। ওই সময় কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন ইন্টার মায়ামির এই তারকাকে দেখে সম্মান জানিয়ে বলেন, ‘আমাদের কনসার্টে আসার জন্য সর্বকালের সেরা ক্রীড়াবিদকে ধন্যবাদ।’
মেসির স্ত্রী রোকুজ্জো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কনসার্টের কিছু মুহূর্ত শেয়ার করেন। ছবিতে দেখা যায়, মেসি ও রোকুজ্জো তাদের তিন সন্তানকে নিয়ে স্টেডিয়ামের একটি প্রাইভেট স্যুইটে ছিলেন।
দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে করেন মেসি ও রোকুজ্জো। তাদের তিনটি সন্তান রয়েছে।