গিল-সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টেস্টের চতুর্থ দিনে ভারতীয় দলের মনে যে শঙ্কাটা জেগেছিল সেটি থেকে দারুণ এক প্রত্যাবর্তন করেছে তারা। গতকাল (২৭ জুলাই) পঞ্চম দিনে তারা তিন সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে যেভাবে চতুর্থ টেস্ট ড্র করেছে তা কোন অংশেই জয়ের থেকে কম নয়।
ওল্ড ট্রাফোর্ডে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। ইংলিশদের রানের পাহাড়ের সামনে ভারতের শঙ্কাটা তখন ইনিংসে হারা নিয়ে। এরপর লোকেশ রাহুলকে নিয়ে ১৭৪ রানের লম্বা এক জুটিকে চতুর্থ দিনটা পার করে দেন অধিনায়ক শুভমান গিল।
এরপর গতকাল পঞ্চম দিনে লোকেশ রাহুল ৯০ রান করে ফিরে গেলেও পরের তিন ব্যাটার পেয়েছেন সেঞ্চুরি। পুরো দিনে ইংলিশরা তুলে নিতে পেরেছে মাত্র ২ উইকেট। গিল ২৩৮ বলে খেলেছেন ১০৩ রানের ইনিংস এবং ওয়াশিংটন সুন্দর ২০৬ বলে ১০১ রানের ইনিংস ও রবীন্দ্র জাদেজা ১৮৫ বলে ১০৭ রানে অপরাজিত থেকে দারুণ এক ড্র নিয়ে ফিরেছেন।
তবে পঞ্চম দিনের ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন দিনের আর ১৫ ওভার বাকি। জাদেজা তখন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে, আর সুন্দরের দরকার ২০ রান। তখনই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ড্র মেনে নিতে দুই ব্যাটারের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান। কিন্তু জাদেজা ও সুন্দর দুজনের কেউই হাত মেলাননি। এরপর স্টোকস আম্পায়ারের সঙ্গে কথা বলে আবারও জাদেজাকে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। পরবর্তীতে সেঞ্চুরি পূর্ণ করার পর ভারত আনুষ্ঠানিকভাবে ড্র মেনে নেয়।
ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে বল হাতে ভারতের পাঁচ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ১৪১ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড এগিয়ে আছে ২-১ ব্যবধানে। সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ওভালে। সিরিজ বাঁচাতে হলে সেই ম্যাচে ভারতের জয়টা অনিবার্য।