নারী এশিয়ান কাপের ড্র ২৯ জুলাই, বাংলাদেশ কোন পটে?

এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। বাছাইপর্ব শেষ হওয়ায় টুর্নামেন্টের ১২টি দল এখন নিশ্চিত। এ মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত ড্র। সেই অনুযায়ী এশিয়ান ফুটবল কনফেডরেশন চূড়ান্ত পর্বের ড্রয়ের জন্য পট নির্ধারণ করেছে। টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ।
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কপের মূলপর্বে অংশ নিচ্ছে। আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিচ্ছে। ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল চীন, দক্ষিণ কোরিয়া, জাপানও বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে মূলপর্বে।
২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ ও তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে ইরান, গ্রুপ ‘বি’ থেকে ভারত, গ্রুপ ‘ডি’ থেকে চাইনা তাইপে, গ্রুপ ‘ই’ থেকে ভিয়েতনাম, গ্রুপ ‘এফ’ থেকে উজবেকিস্তান ও গ্রুপ ‘এইচ’ থেকে উত্তর কোরিয়া মূলপর্বের টিকিট পেয়েছে।
১২ জুন ফিফা নারী দলের প্রকাশ করা র্যাঙ্কিং অনুযায়ী ১২ দলকে চার পটে রাখা হয়েছে। প্রতি পটে তিনটি করে দল থাকছে। মূলপর্বে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ১০০ এর বাইরে থাকা একমাত্র দল বাংলাদেশ। ঋতুপর্ণা-মনিকাদের অবস্থান ১২৮তম। র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে ৪ নম্বর পটে।
১ নম্বর পটে রয়েছে অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া ( ৯)। ২ নম্বর পটে চীন (১৭), দক্ষিণ কোরিয়া ( ২১), ভিয়েতনাম (৩৭)। ৩ নম্বর পটে ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)। ৪ নম্বর পটে ইরান (৬৮), ভারত ( ৭০), বাংলাদেশ (১২৮)।
২৯ জুলাই চূড়ান্ত ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারী ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।