বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
সিরিজ জেতা নিয়ে যা বললেন ইমন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং ধ্বসে হার সঙ্গী হয়েছিল বাংলাদেশের। তবে ভেঙে পড়েনি টাইগাররা। দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সমতা ফিরিয়েছে সিরিজে। মঙ্গলবারের শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচটি জিততে পারলে ইতিহাস লেখা হবে বাংলাদেশের। এ ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
সোমবার (৭ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন ইমন। সেখানে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। ইমন বলেন, মঙ্গলবার আমাদের জন্য একটা বড় সুযোগ। ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আত্মবিশ্বাস আসবে আবারও। শেষ ম্যাচ জেতার পর অইটা বিল্ড করছে। সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব কালকের ম্যাচ জেতার। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বড় ভুমিকা রেখেছিলেন স্পিনাররা। ৫ উইকেট শিকার করেছিলেন তানভীর ইসলাম। শামীম পাটোয়ারী এবং মেহেদী হাসান মিরাজও ভালো বল করেছিলেন। তাদের নিয়ে ইমন বলেন, ‘অবশ্যই ভালো লেগেছে। আগের ম্যাচে (মেহেদী হাসান) মিরাজ ভাই, (শামীম হোসেন) পাটোয়ারী এবং তানভীর (ইসলাম) অনেক ভালো করেছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগছে।’
দ্বিতীয় ম্যাচে ইমন নিজেও ভালো একটি ইনিংস খেলেছিলেন। টপ অর্ডারে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বেধে দলকে ভালো শুরু এনে দিচ্ছেন। এ প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। এটা ধারাবাহিকতা থাকতে হবে। বড় ম্যাচে এই ধারাবাহিকতা থাকলে আমাদের জন্য ভালো হবে।’