ইউরোপ নয় হামজাদের গন্তব্য নেপাল

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতি সাড়তে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে বলা হয়েছিল, ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলার পরিকল্পনা তাদের। গণমাধ্যমের খবর অনুযায়ী, ছয়টি দলকে প্রস্তুাবও দিয়েছিল বাফুফে। কিন্তু তাতে সাড়া মেলেনি। ফলে ইউরোপ নয়, হামজা-জামালদের গন্তব্য নির্ধারিত হয়েছে নেপাল।
আজ সোমবার (৭ জুলাই) অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়েছে।
নেপালের দেওয়া তথ্যমতে, কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দলের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৬ সেপ্টেম্বর। এর তিন দিন পর ৯ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারবে দুই দল।
এএফসি এশিয়ান কাপ বাচাই পর্বে ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে হাভিয়ের কাবরেরার দল। এরপর গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারে হামজা-শমিতরা। আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকায় পরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
বাছাইয়ে ‘এফ’ গ্রুপে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে আছে নেপাল। এ পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। আগামী ৯ অক্টোবর তৃতীয় ম্যাচে নেপালের প্রতিপক্ষ ভিয়েতনাম।