এজবাস্টন টেস্ট শেষে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি আম্পায়ার

ভারতের কোন সিরিজে আম্পায়ারিং করলেই আলোচনায় আসেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার তিনি। তবে এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পর প্রশংসা কুড়িয়েছেন।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে (ভারত-অস্ট্রেলিয়া) ম্যাচ পরিচালনা করে আলোচনায় এসেছিলেন। এবার এজবাস্টনে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টেও একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচিত হন। ভারতের প্রথম ইনিংসে তার দুটি সিদ্ধান্ত ভারতের পক্ষে গেলে আলোচনায় আসেন। তবে তার নেওয়া সিদ্ধান্তগুলোর বেশিরভাগই সফল।
এজবাস্টন টেস্টের পঞ্চম দিনে স্টোকসের আউটের সিদ্ধান্তের পর বেশ প্রশংসা পান তিনি। ইংল্যান্ডের ইনিংসের ৪১ তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হন স্টোকস। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না ঠিকভাবে। সুন্দরের আবেদনে আউট দেন শরফুদ্দৌলা। স্টোকস তাকে চ্যালেঞ্জ করে রিভিউও নেন। টিভি রিপ্লেতে দেখা যায় শরফুদ্দৌলা ছিলেন নির্ভুল, স্টোকস ছিলেন আউট ।
এজবাস্টন টেস্টে শরফুদ্দৌলা ১০টি সিদ্ধান্ত নেন, তার মধ্যে ৮টিতেই তিনি ছিলেন নির্ভুল এবং দুটি সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। ম্যাচে তার সফলতার হার ৮০ শতাংশ।
টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে ভারত। ম্যাচ শেষে ভরতীয় দলের সাথে বাংলাদেশের আম্পায়ারের প্রশংসা করেছেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা ভোগলে বলেন, ‘এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। আপনি ক্রিস গ্যাফানির কাছ থেকে এই মানের আম্পায়ারিং আশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন সত্যিই দুর্দান্ত।’
লর্ডসে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্টেও মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে শরফুদ্দৌলাকে।