চলতি বছর বাংলাদেশে আসছে না ভারত
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত, এমন কথাই ছিল। মাঝে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে দোলাচলের মধ্যে থাকে সিরিজটি। আশাবাদী ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা চালিয়ে নিচ্ছিলেন তিনি।
সর্বশেষ খবর অনুযায়ী, এই বছর আর হচ্ছে না সিরিজটি। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত। চলতি বছর এই সফরটি স্থগিত রাখার বিষয়টি আজ শনিবার (৫ জুলাই) জানিয়েছে বিসিসিআই। বিসিবির সঙ্গে পারস্পরিক সমঝোতায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তিনটি করে ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। আপাতত সেটি হচ্ছে না। সফরের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে সিরিজটি নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘এটা আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না। আলোচনা চলছে কিভাবে সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে এখন তারা না আসতে পারে, তাহলে পরের উইন্ডোতে হবে। আমরা তো আমাদের উইন্ডো খালি রেখেছি, তো চেষ্টা করব সেই সময়টায় খেলার। তবে এখন এর বেশি বলতে পারছি না।’