সিরিজ বাঁচাতে শনিবার মাঠে নামছে বাংলাদেশ

এভাবেও হেরে যাওয়া যায়—শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে দেখার পর কারও মুখ থেকে যদি এই লাইন বের হয়, তাকে দোষ দেওয়া যাবে না। ঝড়ের গতিতে শুরু করে আবার দমকা হাওয়ায় মিলিয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছে সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে আগামীকাল শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ব্যাটিংয়ের সমস্যা চিরায়ত। কলম্বোয় সেটিই ভুগিয়েছে বাংলাদেশকে। ৫ রানে ৭ উইকেট খুইয়ে ম্যাচ হেরেছে ৭৭ রানে। চারদিকে বইছে সমালোচনার ঝড়। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম দিলেন ব্যাটারদের ভালো করার বার্তা।
তানজিদ তামিম বলেন, ‘এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন থাকে। একটাই বার্তা থাকবে সবার প্রতি। যারা নতুন ব্যাটার হিসেবে যাবে, তাদের উচিত সময় নিয়ে ব্যাট করা। যারা উইকেটে সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ঝড়ো শুরুর পর হাল ছাড়েনি শ্রীলঙ্কা। মাথা ঠাণ্ডা রেখে নিজেদের কাজ করেছে। লঙ্কান কোচ সনাৎ জয়াসুরিয়া সংবাদ সম্মেলনে এসে জানালেন সেই কথা।
জয়াসুরিয়া বলেন, ‘বাংলাদেশকে আমরা যেভাবে চাপে রেখেছিলাম (প্রথম ম্যাচে), সেটি আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়েছে। তারা দ্রুত রান তুলেছে। কিন্তু আমরা চিন্তিত হইনি। নিজেদের কাজটা করে গিয়েছি। আগামীতেও তা করে যাব।’
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।