কলম্বো ছেড়ে লন্ডনের পথে বাংলাদেশ কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে দল থেকে ছুটি নিয়েছেন ফিল সিমন্স। চিকিৎসার জন্য লন্ডন গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ। খবর। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
ডাক্তারের সঙ্গে সিমন্সের পূর্বনির্ধারিত একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। গত ফেব্রুয়ারিতে তার এই অ্যাপয়েন্টমেন্ট থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির কারণে তখন যেতে পারেননি। এবার কোনোভাবেই এটি বাতিল করা সম্ভব ছিল না।
বিসিবির সূত্র অনুসারে জানা যায়, সময় পরিবর্তনের চেষ্টা করেছিলেন সিমন্স। তবে পারেননি। যে কারণে তিনি লন্ডনে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে অবশ্য তৃতীয় ওয়ানডের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ৭ জুলাই ফেরার কথা রয়েছে সিমন্সের।
কোচের অনুপস্থিতিতে আগামীকাল কলম্বোয় হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাড়তি দায়িত্ব সামলাবেন। বাংলাদেশ দলের সঙ্গে আরও আছেন পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এর আগে টেস্ট সিরিজের সময় স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিলেন।
দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রধান কোচের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ক্রিকেটারদের ওপর কিছুটা বাড়তি চাপ ফেলবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।