জোতার মৃত্যুতে কী বললেন মর্মাহত রোনালদো?

আচমকা ফুটবল দুনিয়াকে শোকাহত করেছে একটি খবর। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়োগো জোতা। ২৮ বছর বয়সী এই তারকার সঙ্গে ছিলেন তার ভাইও। কদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বেঁধে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। হঠাৎ তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না রোনালদো। জাতীয় দলের সতীর্থের মৃত্যুতে সামাজিক যোগাযোমাধ্যমে এক পোস্টে শোক জানিয়েছেন সিআরসেভেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘এসবের কোনো মানে হয় না। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, সম্প্রতি তুমি বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও তোমার সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে।’
জোতাকে মিস করার কথা জানিয়ে রোনালদো আরও লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামরোয় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন সিলভা।
এর আগে জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)। তাদের বিবৃতিতে বলেছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। তাদের লিগ্যাসির সম্মানে আমরা যা যা করার দরকার সবই করব।’
জোতা ও সিলভার মৃত্যুতে শোক জানাতে আজ মেয়েদের ইউরোয় পর্তুগাল-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
জোতার বর্তমান ক্লাব লিভারপুলও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে শোকবার্তা জানিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘ডিয়োগো জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে।’