আম্পায়ারদের প্রশিক্ষণে সাবেক এলিট প্যানেল আম্পায়ার আনছে বিসিবি

আম্পায়ারিং ইস্যু নিয়ে বাংলাদেশের ক্রিকেট বেশ সমালোচিত। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নিত্যদিনের ঘটনা। আম্পায়ারদের দক্ষতা বাড়াতে এবার তাই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বিসিবি। গতকাল (৩০ জুন) বিসিবি পরিচালকদের সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত এসেছে তার মধ্যে আম্পায়ারদের প্রশিক্ষণের বিষয়টিও রয়েছে।
আম্পায়ারদের প্রশিক্ষণে আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তবে এখনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। আম্পায়ারদের প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য টোফেলের পুরো দল বাংলাদেশে আসবে। বিসিবির লক্ষ্য হচ্ছে তার অধীনে ১৫-২০ জন্য আম্পায়ার ট্রেইনার তৈরি করা।
শুধু আম্পায়ারদের প্রশিক্ষণই নয়, তাদের মূল্যায়নের জন্য গ্রেডিং পদ্ধতিও চালু করা হবে। পদোন্নতি বা পদাবনতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মূল্যায়নের ভিত্তিতেই।
এই প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার সঙ্গে আমরা অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন বোর্ডে অনুমোদন দেওয়া হয়েছে। টোফেলের সঙ্গে আমাদের চুক্তি ৩ বছরের । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কাজ করা হবে। সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করার জন্য ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করব আমরা। এখানে ওনার প্রতিনিধি দল এখানে এসে পুরো প্রোগ্রামটা করবেন। তবে আসা-যাওয়ার মধ্যে থাকবেন তিনিও। এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। সে নিজেও এটার মধ্যে আছেন।’
সাইমন টোফেল আন্তর্জাতিক ওয়ানডে ১৯৯৯ সাল ও টেস্টে ২০০০ সাল থেকে আম্পায়ারিং করেন। দক্ষতা ও যোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন তিনি। এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৫বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের নির্বাচিত হন তিনি।