বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে শাস্তির মুখে সামি

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শেষ হয়েছে তিন দিনে। ক্যারিবিয়ানরা ম্যাচটি ১৫৯ রানে হেরেছে। তবে ম্যাচের আম্পায়ারিং নিয়ে সমালোচনা করেছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি ও অধিনায়ক রোস্টন চেইস।
বার্বাডোসে অনুষ্ঠিত প্রথম টেস্টে তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় ড্যারেন সামিকে শাস্তির মুখেও পড়তে হয়েছে। আইসিসি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তার নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যারিবিয়ান কোচ দুটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। প্রথমটি রোস্টন চেইসের এলবিডব্লিউ । চেইসের এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তে আল্ট্রা এজে বল আগে ব্যাটে লাগার স্পাইক দেখা যায়।
দ্বিতীয়টি শাই হোপের ক্যাচ। অসি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি দারুণ একটি ক্যাচ নেন, তবে শাই হোপের ক্যাচ ধরার আগে সেটি মাটিতে লাগার মতো দ্বিধাপূর্ণ দৃশ্য চোখে পড়ে। কিন্তু দুটি আউটই শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার হোল্ডস্টক বহাল রাখেন।
দ্বিতীয় দিনের খেলা শেষ সামি বলেছিলেনন যে, হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের সময়ও তার সংশয় ছিল। সামি আরও বলেন, ‘আপনি এমন অবস্থায় থাকতে চান না যেখানে আম্পায়ারদের নিয়ে প্রশ্ন তুলতে হয়। কিন্তু যখন একের পর এক সিদ্ধান্ত আপনার বিপক্ষে যায়, তখন সন্দেহ তৈরি হয়, এই দলের বিরুদ্ধে কিছু আছে কি না?’
আইসিসির আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল (আম্পায়ার-রেফারি) কিংবা সংশ্লিষ্ট কাউকে নিয়ে সরাসরি সমালোচনা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।
আর এই ঘটনায় সামিকে লেভেল-১ অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনেও নেন তিনি।
গ্রানাডা ও জ্যামাইকায় পরবর্তী দুই টেস্টে হোল্ডস্টক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাঠে। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতীন মেনন ও রিচার্ড কেটেলবোরো।