ব্যর্থতায় জায়গা হারালেন লিটন

লম্বা সময় ধরে ব্যাটে রান নেই। বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে। কিন্তু অভিজ্ঞতা আর কিপিংয়ের জোরে লিটন দাসের ঠাই মিলে যায় বিশ্বকাপের দলে।
সেই লিটনের সামনে আরেকটি বড় সুযোগ মেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে তার ওপর ভরসা রাখে বাংলাদেশ। কিন্তু সেই ভরসার মান রাখতে পারেননি তিনি। ওপেনিংয়ে নেমে বাংলাদেশকে চরম হতাশায় ডোবান তিনি। দুইবার জীবন পেয়েও লিটন সেদিন থিতু হতে পারেননি। ১৫ বলে ১৪ রান করে ফেরেন ড্রেসিংরুমে।
এরপর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে আর দল তার ওপর আস্থা রাখেনি। তাকে ছাড়াই সাজিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ। আজ বৃহস্পতিবার (২৩ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটনকে বাদ দিয়ে তানজিদ তামিমকে একাদশে রেখেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা ছিল নিছকই প্রস্তুতির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটে-বলে বলে নিজেদের তাতিতে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। অথচ এক ম্যাচেই পাল্টে গেছে প্রেক্ষাপট। প্রস্তুতির ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সম্মান বাঁচানোর লড়াই। যে লড়াইয়ে আজ) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে টসে জিতেছে বাংলাদেশ । টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।