মুস্তাফিজের হাসি মিস করবে দিল্লি

গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলগুলো। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী মৌসুমের নিলাম পর্ব। আইপিএল ২০২৪ এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে দলগুলোর পুরোনো খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া।
পেসার মুস্তাফিজুর রহমান অংশ ছিলেন দিল্লি ক্যাপিটালসের। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে দিল্লি। সেখানে দেখা যায়নি মুস্তাফিজের নাম। আগামী মৌসুমের জন্য এই ক্রিকেটারকে দলে রাখেনি ক্লাবটি।
গত মৌসুমে দিল্লির হয়ে আলো ছড়াতে পারেননি মুস্তাফিজ। ফলস্বরূপ তাকে দলে রাখা হয়নি। যদিও, এর পেছনে সম্প্রতি বিশ্বকাপ ফাইনালের পর বাংলাদেশ-ভারতের দর্শকদের ঝামেলাকে দায়ী করছেন অনেকে। দিল্লি যেমন রাখেনি মুস্তাফিজকে, তেমনি কলকাতা নাইট রাইডার্সও রাখেনি সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে।
মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর আজ সোমবার (২৭ নভেম্বর) তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে দিল্লি। নিজেদের অফিসিয়াল পেজে মুস্তাফিজের হাসিমাখা ছবি দিয়ে তারা লিখেছে, ‘ফিজি, আমরা তোমাকে মিস করব। একইসঙ্গে ২০২৪ সালে তোমার এই হাসিটাও মিস করব আমরা।’
এ যেন অনেকটা কাটা ঘাঁয়ে নুনের ছিটা।