মাঠে ফুটবলারের মর্মান্তিক মৃত্যু!

মাত্র ১০ দিন আগে ফুটবল মাঠে প্রাণ হারিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার এমানুয়েল ওর্তেগা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে আরেকটি মর্মান্তিক ঘটনার জন্ম। মাঠেই মৃত্যুবরণ করেছেন দ্বিতীয় বিভাগের দল আতলেতিকো পারানার খেলোয়াড় ক্রিস্তিয়ান গোমেজ।
আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন ২৭ বছর বয়সী গোমেজ। ৩০ মিনিট ভালোভাবেই খেলেছিলেন। কিন্তু এরপর হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান তিনি। মাঠেই কিছুক্ষণ মুখে মুখে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার পর নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেননি গোমেজ, মারা যান পথেই।
মাঠে ফুটবলারের মৃত্যুর ঘটনা অবশ্য নতুন কিছু নয়। অনেকবারই ফুটবলের ‘বলি’ হয়েছেন খেলোয়াড়রা। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য মার্ক ভিভিয়ান-ফো। ২০০৩ সালে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় মাঠেই হৃদস্পন্দন বন্ধ হয়ে করুণ মৃত্যু হয়েছিল ক্যামেরুনের এই ফুটবলারের।