শিরোপা জিতে মৌসুম শুরু বার্সেলোনার

প্রথম লেগের ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিল বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও কাতালানরা পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানের জয় দিয়ে মৌসুমের প্রথম শিরোপাটাও জিতে নিয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব।
প্রথম লেগে বার্সার জয়ের নায়ক লুইস সুয়ারেজকে দ্বিতীয় লেগের ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ লুইস এনরিকে। তবে সুয়ারেজের অভাব টের পেতে দেননি আদ্রা তুরান। জোড়া গোল করে বার্সাকে সহজ জয় এনে দিয়েছেন তুরস্কের এই মিডফিল্ডার। একটি গোল করেছেন লিওনেল মেসি।
১০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটির নেপথ্য কারিগরও ছিলেন মেসি। তাঁর পাস থেকে বল পেয়েই গোল করেছিলেন আদ্রা তুরান। ৩২ মিনিটে এই গোল শোধ করার সুযোগও এসেছিল সেভিয়ার সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিসেন্তে ইবোরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে দিয়েছিলেন তুরান। করেছিলেন ম্যাচের ও নিজের দ্বিতীয় গোল। ৫৫ মিনিটে আরেকটি গোল করে বার্সার জয় নিশ্চিত করে ফেলেন মেসি।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি, ১২টি সুপার কাপ জিতেছে বার্সেলোনা। গত বছর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে গেলেও এবার মৌসুমের প্রথম শিরোপাটি নিজেদের ট্রফিকেসেই জমা করেছে কাতালানরা।
আগামী শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা।