এবার টেস্টে চোখ সাব্বিরের

টি-টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া। ওয়ানডেতেও যথেষ্টই ভালো খেলছেন তিনি। বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের টেস্টে এখনো অভিষেকই হয়নি। তরুণ এই ব্যাটসম্যানের এবার লক্ষ্য টেস্ট দলে জায়গা করে নেওয়া।
আগামী সেপ্টেম্বরে বসছে ঘরোয়া লংগার ভার্সন আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সে আসরে ভালো করেই ভবিষ্যতে টেস্ট দলে সুযোগ করে নিতে চান সাব্বির। সম্ভব হলে আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও জায়গা করে নেওয়ার লক্ষ্য তাঁর।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাব্বির রহমান বলেন, ‘টেস্টেই হলো একজন ক্রিকেটারের আসল জায়গা। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সাধ্য অনুযায়ী ভালো কিছু করেছি। আমার লক্ষ্য এবার টেস্ট দলে সুযোগ করে নেওয়া। স্বপ্ন দেখি সাদা পোশাকের ক্রিকেটেও ভালো কিছু করা।’
তার আগে এই ডানহাতি ব্যাটসম্যান প্রমাণ করতে চান ঘরোয়া লংগার ভার্সন আসর বিসিএলে, ‘সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। তার আগে বসছে বিসিএল। এই আসরটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিসিএলে ভালো কিছু করে নিজেকে প্রমাণ করতে চাই।’
তাই সাব্বিরের এখন একটাই ভাবনা, যখন যেখানে সুযোগ পাবেন রান করে যাওয়া, ‘ঘরোয়া আসর বা জাতীয় দল, যেখানেই খেলার সুযোগ পাই না কেন আমার একটাই লক্ষ্য থাকে রান করে যাওয়া। কারণ আমি জানি রান করতে না পারলে একজন ব্যাটসম্যানের জায়গা ধরে রাখা খুবই কষ্টকর।’
সাব্বির এখন পর্যন্ত ২৩টি ওয়ানডে খেলে ৩২.১৩ গড়ে ৪৮২ রান করেছেন। যাতে রয়েছে দুটি অর্ধশতক। আর ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ ৩০.২০ গড়ে তিন অর্ধশতকে ৬০৪ রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। এবার অপেক্ষা টেস্ট দলে সুযোগ করে নেওয়া। এখন সেদিকেই তাঁর চোখ।