ইউরোপা লিগে সেভিয়ার হ্যাট্রটিক

ইউরোপিয়ান ফুটবলে তিন বছর ধরে চলছে স্প্যানিশ ক্লাবগুলোর আধিপত্য। ইউরোপসেরার দুই লড়াই চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের সর্বশেষ দুটি আসরের শিরোপা জিতেছিল স্পেনের ক্লাবগুলো। এবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ। তার আগে ইউরোপা লিগের শিরোপাটাও জিতে নিল সেভিয়া। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই শিরোপা জিতে হ্যাটট্রিকও করেছে স্পেনের এই ক্লাব। ফাইনালে ইংল্যান্ডের লিভারপুলকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। প্রথমার্ধে ৩৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল স্টুরিজ। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৪৬ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন সেভিয়ার ফরাসি ফরোয়ার্ড কেভিন জামেইরো। আর ৬৪ ও ৭০ মিনিটে আরো দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন স্প্যানিশ ডিফেন্ডার কোকে।
গত মৌসুমেই ইউরোপা লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিল সেভিয়া। এবারের আসরে তারা নিজেদের নিয়ে গেল আরো উঁচুতে। এ নিয়ে পাঁচবার ইউরোপা লিগের শিরোপা উঠল সেভিয়ার ঘরে। তিনটি করে শিরোপা জিতেছে লিভারপুল, ইন্টার মিলান ও জুভেন্টাস।
এবারের মৌসুমে অবশ্য নতুন আরেকটি রেকর্ড গড়েছে সেভিয়া। প্রথমবারের মতো টানা তিনটি ইউরোপা লিগ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব। এর আগে টানা দুটি শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ (১৯৮৫ ও ১৯৮৬)। ২০০৬ ও ২০০৭ সালে সেভিয়াও জিতেছিল টানা দুটি শিরোপা। তবে এবারের আসরে নিজেদের আরো উঁচুতে নিয়ে গেল সেভিয়া।