কোপা আমেরিকায় ব্রাজিলের তারুণ্যনির্ভর দল

বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন হলেও অলিম্পিক ফুটবলের শিরোপা আজো অধরা ব্রাজিলের। এ বছর ঘরের মাঠে সেই হতাশা ঘোচাতে মরিয়া ব্রাজিলের কোচ দুঙ্গা। অলিম্পিকের জন্যই হয়তো কোপা আমেরিকার ব্রাজিল দলে তরুণদের ছড়াছড়ি। নেইমারসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার অনুপস্থিত সেই দলে।
লাতিন আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা শতবর্ষ পূরণ করতে যাচ্ছে এ বছর। এ উপলক্ষে আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে বিশেষ কোপা আমেরিকা। এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৩ জনের দলে মার্কিনোস, ফাবিনিয়ো, রাফিনিয়া আলকান্তারার মতো উদীয়মান খেলোয়াড়দের রেখেছেন দুঙ্গা। তবে নেইমার, দাভিদ লুইজ, থিয়াগো সিলভা, মার্সেলোর মতো নির্ভরযোগ্যরা দলে জায়গা পাননি।
বরং গোলরক্ষক এদারসন, ডিফেন্ডার রদ্রিগো কাইয়ো ও ১৯ বছর বয়সী স্ট্রাইকার গ্যাব্রিয়েলের ওপরে আস্থা রেখেছেন দুঙ্গা। তিনজনকে নিয়েই উচ্ছ্বসিত ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘এদারসনের ব্যক্তিত্ব সুদৃঢ়। যেকোনো অবস্থায় তার পর্যবেক্ষণ ক্ষমতা দুর্দান্ত। রদ্রিগো কাইরো বৈচিত্র্যময় ক্ষমতার অধিকারী। সে বাতাসে খুব ভালো আর ডিফেন্সের বাইরে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলতে সক্ষম।’
গোল করার দক্ষতার জন্য ‘গ্যাবিগোল’ হিসেবে খ্যাতি পাওয়া গ্যাব্রিয়েলের প্রশংসায়ও উচ্ছ্বসিত দুঙ্গা, ‘গ্যাবিগোল ভীষণ দ্রুত। গোলের গন্ধ খুব ভালো বুঝতে পারে সে। আর ব্রাজিলিয়ান ফুটবলে আমরা যা সবচেয়ে বেশি পছন্দ করি, সেই একের বিপক্ষে এক পরিস্থিতিতে সে খুবই ভালো। তার ড্রিবলও দুর্দান্ত। এসব কারণেই এই তিনজন দলে যোগ্য। তারা তিনজনই আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাদের এখন শুধু সুযোগ কাজে লাগাতে হবে।’
কোপা আমেরিকা শতবার্ষিকীর ‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী পেরু, ইকুয়েডর ও হাইতি। ৪ জুন ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় দুঙ্গার দলের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর।
অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও ২৩ বছরের বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারে একটি দল।
ব্রাজিলের চূড়ান্ত দল
গোলরক্ষক : অ্যালিসন, দিয়েগো আলভেস, এদারসন।
ডিফেন্ডার : মিরান্দা, জিল, মার্কিনোস, রদ্রিগো কাইয়ো, দানি আলভেস, ফিলিপে লুইস, ফাবিনিয়ো, দগলাস সান্তোস।
মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, এলিয়েস, রেনাতো অগুস্তো, ফিলিপ্পে কতিনিয়ো, লুকাস লিমা, উইলিয়ান, কাসেমিরো, রাফিনিয়া আলকান্তারা, দগলাস কস্তা।
স্ট্রাইকার : হাল্ক, গ্যাব্রিয়েল, রিকার্দো অলিভেইরা।