দ্বিতীয় লেগেও অনিশ্চিত রোনালদো

ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাঁর দল রিয়াল মাদ্রিদও মাঠ ছেড়েছিল গোলশূন্য ড্র নিয়ে। এবার দ্বিতীয় লেগের ম্যাচে, ফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়েও রোনালদো মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েও চলছে অনিশ্চয়তা।
২০ এপ্রিল ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ইনজুরির কবলে পড়েছিলেন রোনালদো। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছেড়েছিলেন উরুতে ব্যথা নিয়ে। সেই সময় অবশ্য রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, এই চোট এত গুরুতর কিছু না। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগেও রোনালদো মাঠে নামতে পারবেন, এমন আশাই করেছিলেন কোচ জিনেদিন জিদান। কিন্তু শেষপর্যন্ত দর্শক হয়েই থাকতে হয়েছিল রোনালদোকে। গত মঙ্গলবার প্রথম লেগের খেলা শেষে জিদান আবার শুনিয়েছেন আশার বাণী। বলেছেন, ‘আশা করছি রোনালদো দ্বিতীয় লেগের ম্যাচের আগে সুস্থ হয়ে যাবে।’
কিন্তু খুব কম মানুষই ভরসা পাচ্ছেন জিদানের এই কথায়। রোনালদো ইনজুরি সংক্রান্ত বিভিন্ন কথা ছড়াচ্ছেন স্প্যানিশ গণমাধ্যমে। ক্রীড়া দৈনিক ‘এএস’-এ বলা হয়েছে, স্যান্টিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার জন্য বিশেষ ধরনের চিকিৎসাসেবা নিচ্ছেন পর্তুগিজ তারকা। আবার কোথাও কোথাও বলা হয়েছে, ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরেই থাকতে হবে রোনালদোকে। তবে রোনালদোর ইনজুরি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে লা লিগার একটি ম্যাচও খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে রোনালদো যে মাঠে নামবেন না, তা অনেকটাই নিশ্চিত।
এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলে রোনালদো করেছেন ৪৭ গোল। চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। আর একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন এক আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোলের সেই রেকর্ডটিও গড়েছিলেন রোনালদো। সেবারই রিয়াল মাদ্রিদ জিতেছিল তাদের দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।