ব্রাজিল দলে দুই নবাগত

এমনিতেই উরুগুয়ের সঙ্গে দুই গোলে এগিয়েও ড্র করে ব্রাজিল বেশি বিপাকে। তার ওপরে অধিনায়ক নেইমার ও অভিজ্ঞ ডিফেন্ডার ডেভিড লুইজের নিষেধাজ্ঞা আরো অস্বস্তিতে ফেলে দিয়েছে তাদের। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে দুজনের কেউই খেলতে পারবেন না। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তাঁদের জায়গায় ফেলিপে ও গ্যাব্রিয়েলকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ দুঙ্গা। দুজনই প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।
১৯ বছর বয়সী স্ট্রাইকার গ্যাব্রিয়েল ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্তোসের খেলোয়াড়। বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলে এখন তিনি অলিম্পিক দলের সদস্য। নেইমারের শূন্যস্থান পূরণ করতে হবে তাঁকে। অন্যদিকে লুইজের জায়গায় নেওয়া হয়েছে ফেলিপেকে। ব্রাজিলের আরেক ক্লাব করিন্থিয়ান্সে খেলেন এই দীর্ঘদেহী ডিফেন্ডার।
শনিবার উরুগুয়ের বিপক্ষে হলুদ কার্ড পেয়ে নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়েছেন নেইমার ও লুইজ। নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের জন্য বিশাল ক্ষতি। তবে লুইজকে হারানো হয়তো ‘শাপে বর’ হয়েছে দুঙ্গার দলের জন্য। উরুগুয়ের দুটো গোলের পেছনেই দায় ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই ডিফেন্ডারের।
ঘরের মাঠে কোনোরকমে ২-২ গোলে ড্র করার পর দুঙ্গা অবশ্য শুধু লুইজ নয়, পুরো দলের পারফরম্যান্স নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, খেলোয়াড়দের পারফরম্যান্স ‘বীরোচিত’ ছিল না। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে নেইমারের সতীর্থদের সামনে তাই কোচের হতাশা দূর করার চ্যালেঞ্জ।