গেইল-ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮৩ রানের লক্ষ্য খুব একটা সহজ কিছু না। কিন্তু বিপক্ষ দলে যদি ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান থাকে, তাহলে তা মামুলিই বলা যায়। সত্যিই, ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্যটাকে নগণ্য বানিয়ে ফেলেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান গেইল। বাঁহাতি এই ওপেনারের অসাধারণ এক শতকে ওয়েস্ট ইন্ডিজ জয়ের বন্দরে পৌঁছে গেছে ১১ বল হাতে রেখেই। ছয় উইকেটের দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাও দারুণভাবে করেছে ২০১২ সালের শিরোপাজয়ীরা।
প্রথম ওভারেই উইন্ডিজ ওপেনার জনসন চার্লসের উইকেট তুলে নিয়ে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে এই ধাক্কা সামলে নিয়েছিলেন গেইল ও মারলন স্যামুয়েলস। এই জুটির ৩৭ রানই এসেছিল স্যামুয়েলসের ব্যাট থেকে। গেইল যে এমন রুদ্রমূর্তি ধারণ করতে যাচ্ছেন তা বোঝা যায়নি সাত ওভার পর্যন্ত। সপ্তম ওভারে স্যামুয়েলস যখন আউট হন, তখন গেইলের রান ছিল মাত্র ১৫। কিন্তু এরপরেই ধীরে ধীরে হাত খুলতে থাকেন মারকুটে এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের শেষ ১২৬ রানের ৮৫ রানই এসেছে গেইলের ব্যাট থেকে।
অল্পের জন্য টি-টোয়েন্টির দ্রুততম শতকের রেকর্ডটি ভাঙতে পারেননি গেইল। ১০০ রান পূর্ণ করেছিলেন ৪৭ বল খেলে। আর ৪৫ বলে শতকের রেকর্ডটি আছে দক্ষিণ আফ্রিকার রির্চার্ড লেভির দখলে। তবে ৪৮ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার। ঝড়ো এই ইনিংসটি খেলার পথে মেরেছেন পাঁচটি চার ও ১১টি ছয়।