উইন্ডিজকে ১৮৩ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি। হয়তো উদ্দেশ্য ছিল ভালো বোলিং করে প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে আটকে রাখা। কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেন না উইন্ডিজের বোলাররা। দারুণ ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৮২ রান জমা করেছে ইংল্যান্ড।
ইংলিশ স্কোরবোর্ডটা যেন হয়ে উঠেছে দারুণ দলীয় নৈপুণ্যের আদর্শ উদাহরণ। ১৮২ রানের বড় সংগ্রহ জমা করলেও একটিও অর্ধশতকের ইনিংস নেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। সর্বোচ্চ ৪৮ রান এসেছে জো রুটের ব্যাট থেকে। ২৫ রানের বেশি রানের ইনিংস খেলেছেন তিনজন ব্যাটসম্যান। জস বাটলার (৩০), অ্যালেক্স হালেস (২৮) ও অধিনায়ক ইয়ন মরগান (২৭)। ১৫ রানের দুটি ইনিংস এসেছে ওপেনার জ্যাসন রয় ও বেন স্টোকসের ব্যাট থেকে। তবে ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিনদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য ১৮২ রানও জয়ের জন্য যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ভালো করেছেন আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো। দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। তবে দুজনেই ছিলেন বেশ খরুচে। ব্রাভো চার ওভার বল করে দিয়েছেন ৪১ রান। রাসেল খরচ করেছেন ৩৬ রান। একটি উইকেট গেছে সুলিমান বেনের ঝুলিতে।