অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন মুস্তাফিজ

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও যেমন আলোচনায় থাকেন, তেমনি মাঠের বাইরে থেকেও আলোচনার কেন্দ্রে আছেন মুস্তাফিজুর রহমান। কবে আবার মাঠে দেখা যাবে তরুণ এই বাঁহাতি পেসারকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। আজ মাশরাফিদের তুলোধুনা করে পাকিস্তানকে ২০১ রান করতে দেখে প্রশ্নটা যেন উচ্চারিত হচ্ছে আরো বেশি করে। মুস্তাফিজ থাকলে কি অবস্থা ভিন্ন রকম হতে পারত? আবার কবে তাঁকে দেখা যাবে বাঁহাতি পেসের জাদু ছড়াতে?
মুস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারলে অবস্থা ভিন্ন রকম হতে পারত কি না, তা বলা সম্ভব না হলেও খুব শিগগির যে বাঁহাতি এই পেসারকে মাঠে নামতে দেখা যাবে তা জানিয়েই দিয়েছেন অধিনায়ক মাশরাফি। সব কিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচেই মাঠে নামতে পারবেন মুস্তাফিজ। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘এই ম্যাচে মুস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হয়নি। সামনের ম্যাচ থেকে হয়তো খেলতে পারে।’
এশিয়া কাপে দুটি ম্যাচ খেলেই মুস্তাফিজুর রহমান পড়েছিলেন ইনজুরির কবলে। তার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে মুস্তাফিজ নামের হাহাকার। এশিয়া কাপে মুস্তাফিজকে ছাড়াই পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অভাবটা ভালোমতোই টের পেয়েছে লাল-সবুজের দল। ইডেন গার্ডেনসের ব্যাটিং সহায়ক পিচে বাংলাদেশের বোলারদের নাকানিচুবানি খাইয়ে পাকিস্তান গড়েছিল ২০১ রানের বিশাল স্কোর। মুস্তাফিজকে পেলে বাংলাদেশের মনোবলও হয়তো বেড়ে যাবে অনেকখানি।