অবিশ্বাস্য সৌম্য

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। এই ম্যাচের শুরু থেকেই পাক ব্যাটসম্যানরা ছিলেন একেবারেই আক্রমণাত্মক। তাই এদিন বাংলাদেশি বোলাররা তাঁদের সামনে একেবারেই অসহায় ছিলেন।
পাকিস্তানি ব্যাটসম্যানরা যখন রানের পাহাড় গড়তে যাচ্ছেন, ঠিক তখনই দারুণ একটি ক্যাচ ধরে বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার দেশের ক্রিকেটপ্রেমীদের হতাশা থেকে কিছুটা সময়ের জন্য হলেও আনন্দে মাতিয়ে তোলেন।
দলীয় ১৭তম ওভারের চতুর্থ বাঁহাতি স্পিনার আরাফাত সানি বল করছিলেন। মিডউইকেট দিয়ে তাঁকে উড়িয়ে মারতে গিয়ে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে। তাঁর এই ক্যাচটিকে শুধু অসাধারণ বললেও কম বলা হবে। অবিশ্বাস্য একটি ক্যাচ ধরেছেন তিনি।
প্রথমে বাউন্ডারি লাইনে বাইরে গিয়ে বলটিকে হাত দিয়ে তুলে দিয়ে হাওয়ায় ভাসিয়ে রাখেন। পরে আবার বাউন্ডারি লাইনের ভেতরে গিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্যাচটি লুফে নেন সৌম্য।
সৌম্যের এই ক্যাচ এখন পর্যন্ত আসরের সেরা ক্যাচ বললেও ভুল বলা হবে না। তাঁর এই ক্যাচ ধরার পর ধারাভাষ্যকারদের মুখেও বেশ প্রশংসা ঝরে পড়েছে।
তবে শেষ পর্যন্ত এই ম্যাচে পাকিস্তান ২০১ রান করেছে। বাংলাদেশের বোলাররা পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের খুব একটা আটকে রাখতে। এই হতাশার সময়ে সৌম্যের এই ক্যাচ কিছুটা আলো ছড়িয়েছে।