হারের দিনেও মুশফিকের একটি রেকর্ড

এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। ক্রিকেটের তিন ফরমেট মিলে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার। এবার তাঁকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হারের দিনেই রেকর্ডটি করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
সব মিলিয়ে মুশফিক খেলেছেন ২৬০ ম্যাচ। আর ম্যাচ ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ আশরাফুল খেলেছিলেন ২৫৯ ম্যাচ।
দারুণ এই রেকর্ড গড়ার দিনে ব্যাটহাতে মুশফিক ছিলেন ব্যর্থ। তিনি ২১ বলে ১৮ রান করে হতাশ করেছেন দলকে।
অবশ্য বেশ কিছুদিন ধরেই মুশফিকের ব্যাট জ্বলে উঠছে না। গত সাতটি ম্যাচের মধ্যে এক ম্যাচে তাঁর সর্বোচ্চ রান ২৬। ইডেন গার্ডেনসেও যথারীতি হতাশ করেছেন তিনি। আর দলও হেরেছে এই ম্যাচে।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছিল মুশফিকের। ১০ বছরের বেশি সময় ধরে ৪৮ টেস্ট খেলে ২৬৫০ রান, ১৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৯২০ রান এবং ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি করেছেন ৬৭৭ রান।
২৪৯টি ম্যাচ খেলে সাকিব আল হাসান তৃতীয়, ২৪৪ ম্যাচ খেলে তামিম ইকবাল চতুর্থ এবং ২৩৯ ম্যাচ খেলে মাশরাফি বিন মুর্তজা পঞ্চম স্থানে রয়েছেন।