সৌম্যর ক্যাচে মুগ্ধ হরভজন

হরভজন সিং।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের সঙ্গে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে লড়াই করতে কৃপণতা করেনি মাশরাফির দল। বিশেষ করে বাউন্ডারিতে মোহাম্মদ হাফিজের যে ক্যাচটি নিয়েছেন সৌম্য সরকার, তা এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।
এ মুগ্ধতার মিছিলে যোগ দিয়েছেন ভারতীয় স্পিনার হরভজন সিংও। সামাজিক মাধ্যম টুইটারে লিখেছেন, ‘কী দুর্দান্ত ক্যাচ নিলেন সৌম্য।’
ইডেন গার্ডেনসে পাকিস্তানের সঙ্গে খেলায় ১৭তম ওভারে ওই ক্যাচটি আসে বাউন্ডারিতে। বল করছিলেন আরাফাত সানি। বিস্ময়করভাবে ক্যাচটি নিয়ে নেন সৌম্য।
একসময়ে মাঠকাঁপানো ফিল্ডার জন্টি রোডসও প্রশংসা করেন সৌম্য সরকারের। এরই মধ্যে ক্যাচটি ঝড় তুলেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। বলা হচ্ছে, এটাই হতে পারে এ আসরের সেরা ক্যাচ।