বিরাট-রোহিতকে ছাড়িয়ে শীর্ষে সাব্বির

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের চমকটা এখন পুরনোই হয়ে গেছে বলা যায়। চলতি বছর শুরু হয়েছে টি-টোয়েন্টির চমক। আর খেলোয়াড়রাও দেখিয়ে চলছেন ব্যক্তিগত কৃতিত্ব। তাঁদের ব্যক্তিগত কৃতিত্ব দেশের জন্য বড় অর্জনও বটে।
বাংলাদেশে সদ্যসমাপ্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের পুরস্কার জিতেছিলেন সাব্বির রহমান। পাঁচ ম্যাচে ১৭৬ রান তোলেন তিনি। আসরের চূড়ান্ত পর্বের সর্বোচ্চ রান ছিল এটি।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেও ফর্ম ধরে রেখেছেন সাব্বির। সর্বশেষ ওমানের বিপক্ষে ম্যাচেও ৪৪ রান করেন। আর এই রানের সুবাদেই টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
২০১৬ সালে খেলা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে সাব্বিরের রান ৩৮৮। দ্বিতীয়তে থাকা মাসাকাদজার রান ৩৬১। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি এ বছর টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৫২। চারে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তাঁর রান ৩৩৭।