লিওনেল মেসির আরেকটি মাইলফলক

লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অদ্ভুত পেনাল্টি দারুণ সাড়া ফেলেছিল ফুটবলবিশ্বে। গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট না নিয়ে আলতো টোকায় মেসি বল ঠেলে দিয়েছিলেন লুইস সুয়ারেজের দিকে। পেনাল্টি থেকে এই গোল করতে পারলেই মেসি ছুঁয়ে ফেলতে পারতেন লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০টি গোল করার মাইলফলক। তবে সেল্তার বিপক্ষে না পারলেও অনন্য এই মাইলফলক স্পর্শ করতে খুব বেশি দেরি করেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। লা লিগার ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে জোড়া গোল করে মেসি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
মেসির দারুণ নৈপুণ্যের সুবাদে বার্সেলোনাও স্পোর্টিং গিজনের বিপক্ষে পেয়েছে ৩-১ গোলের সহজ জয়। বার্সার পক্ষে অপর গোলটি করেছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এ জয়ের ফলে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে কাতালানরা। ২৪ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৬। আতলেতিকোর চেয়ে আরো এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টিং গিজনের বিপক্ষে ২৫ মিনিটের মাথায় দারুণ এক গোল করে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। ৩১ মিনিটে আরেকটি গোল করার ফলে স্প্যানিশ লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩০১। এই গোলগুলো করতে তিনি খেলেছেন ৩৩৩টি ম্যাচ। ২৫১ গোল নিয়ে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তেলমো জারা। ২৪৬ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইউরোপের বড় পাঁচটি লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি আছে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের দখলে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে ৪২৭ ম্যাচ খেলে ৩৬৫ গোল করেছিলেন মুলার। এই রেকর্ডও নিজের করে নিতে হয়তো খুব বেশি সময় লাগবে না মেসির।